
জানুয়ারী ০২, ২০২৫ ইং বৃহস্পতিবার রাত ৮ঃ০০ টায় কিংডম অব বাহরাইনের রাজধানী মানামায় স্থানীয় কুক মিল রেস্টুরেন্টে বাহরাইনস্থ বৃহত্তর নোয়াখালী প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে বার্ষিক সাধারণ সভা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়, পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

বার্ষিক সাধারণ সভা ও মিলন মেলায় সংগঠনের সহ-সভাপতি আল মারুফ ও সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর নোয়াখালী সোসাইটি বাহারাইন এর সভাপতি জনাব আবুল কালাম আজাদ। শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক জনাব শাহীদ হোসেন উপস্থিত প্রবাসীদের উদ্দেশ্যে বিভিন্ন সচেতনতা মূলক পরামর্শ ও স্বাস্থ্য সেবা নিয়ে বক্তব্য রাখেন এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা একান্ত ভাবে কামনা করেন ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব আইনুল হক সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর নোয়াখালী সোসাইটি বাহরাইনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার হুমায়ূন আহমেদ, বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের অর্থ সম্পাদক জনাব নোমান উদ্দিন মনির, বাহরাইনস্থ সাংবাদিক ফোরামের সভাপতি জনাব আব্দুল কাদের মজুমদার ও বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান জনাব হারুনুর রশিদ।

সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও দিক নির্দেশনা নিয়ে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি জনাব মাজহারুল ইসলাম বাবু, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক জনাব হাবিবুর রহমান মামুন, অর্থ সম্পাদক সাজ্জাদ এইচ ভূইয়া।
বার্ষিক সভা ও মিলন মেলা ব্যবস্থাপনা কমিটির প্রধান সাংগঠনিক সম্পাদক জনাব আবু তালেব সবাইকে বিশেষ ধন্যবাদ ও শুভেচছা জানান অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠান সফল করার জন্য।
উল্লেখ্য, বৃহত্তর নোয়াখালী সোসাইটি বাহরাইনের সেবামূলক কায্যক্রম ও সদস্যদের নিকট প্রত্যাশা নিয়ে বিশেষ বক্তব্য রাখেন প্রচার সম্পাদক জনাব আবু তাহের, সহ সাংগঠনিক সম্পাদক জনাব আমীর হোসেন, সংঠনের এক্সিকিউটিভ কমিটির সদস্য জনাব আবু জাফর, জনাব বাকি বিল্লাহ রায়হান, জনাব মোঃ কাইয়ুম প্রমূখ সহ আরো অনেকে।
উক্ত অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন, মোঃ ইব্রাহিম
মোয়াজ্জেম রাসেল,
মহিন উদ্দিন, আব্দুস সাত্তার
ইকবাল, আবু সাঈদ, শামসুল আলম, সোলেমান, শাহাদাত হোসেন রিপন, মামুনুর রহমান, মোহাম্মদ ইয়াসিন, বেল্লাল হোসেন, মাকসুদ আলম প্রমূখ।

অনুষ্ঠানে নোয়াখালীর আঞ্চলিক সংগীত পরিবেশন করেন ডিবিসি নিউজ এর বাহরাইন প্রতিনিধি নোমান সিদ্দিকী।
পরিশেষে সংগঠনের উত্তর উওর উন্নতি ও সকল সদস্যদের সুসাস্থ্য এবং নিরাপদ প্রবাস জীবন কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় ।

সূত্রঃ আলোকিত সকাল।