বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন বৃহত্তর নোয়াখালী সোসাইটি বাহরাইনের ২০২৪-২৬ মেয়াদের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো: মাহফুজুর রহমান, কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মোঃ ইলিয়াছুর রহমান, তৃতীয় সচিব মামুনুর রশিদ।
১৫ মে ২০২৪ ইং সকাল ১১ টায় বৃহত্তর নোয়াখালী সোসাইটি বাহরাইনের সভাপতি জনাব আবুল কালাম আজাদের নেতৃত্বে সংগঠনের ১০ সদস্যের একটি দল দূতাবাসের কনফারেন্স হলে উপস্থিত হন। অনুষ্ঠানের শুরুতেই চার্জ দ্যা এফেয়ার্স মহোদয়কে ধন্যবাদ সহ শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব শাহীদ হোসেন, পরে সভাপতি মহোদয় ১০ সদস্যের প্রতিনিধি দলকে পরিচয় করিয়ে দিয়ে সংগঠনের মিশন ও ভিশন নিয়ে বক্তব্য প্রদান করেন। প্রতিনিধি দলের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাজহারুল ইসলাম (বাবু), সহ সভাপতি আলমগীর আতিক, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, প্রচার সম্পাদক আবু তাহের, সমাজ কল্যাণ সম্পাদক আবদুস সাত্তার (ইকবাল), সাহিত্য সম্পাদক মো: আবু জাফর, সহ সাংগঠনিক সম্পাদক বাকী বিল্লাহ ও সহ অর্থ সম্পাদক মহিন উদিন।
উক্ত সাক্ষাতে বাহরাইনে প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা ও সচেতনতা বৃদ্ধিতে সংগঠনের করনীয় নিয়ে আলোচনা করা হয়। দূতাবাসের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করে সংগঠনের সভাপতি দূতাবাসের সচেতনাতামূলক যেকোনো কাজে সবসময় সহযোগীতার আশ্বাস দিয়ে বলেন মানব কল্যানে যেকোনো কাজে নিজেদের নিয়োজিত হতে সবসময় প্রস্তুত আছেন বৃহত্তর নোয়াখালী সোসাইটি বাহরাইনের সকল সদস্যবৃন্দ।
চার্জ দ্যা এফেয়ার্স মহোদয় বৃহত্তর নোয়াখালী সোসাইটি বাহরাইনে মানব কল্যাণে সকল কাজের ভূয়সী প্রশংসা করেন, পূর্বের ন্যায় ভবিষ্যতেও যেকোনো রকমের জনকল্যানমূলক কাজে দূতাবাস প্ৰত্যক্ষ ভাবে পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন।
পরিশেষে চার্জ দ্যা এফেয়ার্স মহোদয় বৃহত্তর নোয়াখালী সোসাইটি বাহরাইনের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি তালিকা অফিসিয়ালি গ্রহণ করেন। চার্জ দ্যা এফেয়ার্স মহোদয় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।