অদ্য (২৩-০৫-২০২৪) ইং তারিখে বৃহত্তর নোয়াখালী সোসাইটি বাহরাইনের ২০২৪-২৬ মেয়াদের নবগঠিত ৭১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির ১ম সাধারন সভা এবং সংগঠনের প্রবীন সদস্য ও সাবেক সহ সভাপতি জনাব আব্দুর রব সাহেবের সদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক জনাব মোঃ হাবিবুর রহমান মামুনের সঞ্চালনায় ও নবগঠিত কার্যকরী কমিটির সভাপতি জনাব আবুল কালাম আজাদ সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানটি আয়োজন করা হয় কিংডম অব বাহরাইনের বারবার এরিয়ার আবু নাজার সুইমিংপুলের হল রুমে।
সভায় সংগঠনের ত্রৈমাসিক কার্যক্রম ঘোষনা করে দায়িত্বপ্রাপ্ত সম্পাদকগনকে যথাযথ ভাবে দায়িত্ব পালন করতে ও মানবিক কাজে অবদান রাখতে দিকনির্দেশনা দেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব শাহীদ হোসেন। সিনিয়র সহ সভাপতি জনাব মাজহারুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক জনাব আবু তালেব ও অর্থ সম্পাদক জনাব সাজ্জাদ এইচ ভূইয়া।
ত্রৈমাসিক কার্যক্রমের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প, দুস্থ ও অসুস্থদের সহযোগিতা, বৃহত্তর নোয়াখালীর বাহরাইন প্রবাসী কোন ভাই মৃত্যুবরন করলে অতিদ্রুত সময়ে লাশ দেশে পরিবারের কাছে পাঠানো, প্রাবাসী শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিরসনে দূতাবাসের কর্মকর্তা ও বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা, সদস্যদের বিনোদন মূলক প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক জনাব আমীর হোসেন, জনাব বাকি বিল্লাহ রায়হান, প্রচার সম্পাদক জনাব আবু তাহের, সমাজ কল্যাণ সম্পাদক জনাব আব্দুস সাত্তার ইকবাল। আরও বক্তব্য রাখেন সহ অর্থ সম্পাদক জনাব মহিন উদ্দিন, জনাব মামুনুর রহমান, জনাব আবু জাফর, জনাব আবু সাইদ, জনাব আনোয়ার হোসেন প্রমূখ।
সমাপনী বক্তব্যে সভাপতি জনাব আবুল কালাম আজাদ বলেন বৃহত্তর নোয়াখালী সোসাইটি বাহরাইন গঠন করা হয়েছে আত্মমানবতার সেবার লক্ষে। বাহরাইন প্রবাসী বৃহত্তর নোয়াখালীর কোন ভাই যেন শারীরিক অসুস্থ হয়ে, কাজের অভাবে কষ্ট না করেন তার খেয়াল রাখা সংগঠনের প্রতিটি সদস্যের নৈতিক দায়িত্ব। প্রতিটি সদস্য সংগঠনের প্রতিনিধি তাই সকল সদস্যকে তিনি উদাত্ত আহ্বান জানান আত্মমানবতায় সেবায় সামাজিক কাজে এগিয়ে আসতে।
পরিশেষে সংগঠনের প্রবীন সদস্য জনাব আব্দুর রব সাহেবকে সংগঠনের পক্ষ হতে সভাপতি ও সাধারণ সম্পাদক সম্মাননা সার্টিফেকেট ও প্রীতি উপহার তুলে দিয়ে দোয়া ও মোনাজাতে বিদায়ী অতিথি ও সংগঠনের উত্তর উত্তর সাফল্য কামনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।