গত ১৪ ই অক্টোবর রোজ বৃহস্পতিবার ৮ ঘটিকায় বৃহত্তর নোয়াখালী পরিষদ বাহরাইনের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়। উক্ত মিলন মেলায় সভাপতিত্ব করেন বৃহত্তর নোয়াখালী পরিষদের আহবায়ক জনাব আবুল কালাম আজাদ, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সদস্য সচিব জনাব মাজহারুল ইসলাম বাবু অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জনাব মিজানুর রহমান মিজান, মঞ্চে উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক জনাব আনোয়ার ফারুক এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মহব্বত হোসেন বাচ্চু, ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির, ডক্টর মোহাম্মদ রাশেদ রেজওয়ান সহ বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান ও কমিটির সকল নেতৃবৃন্দ। এছাড়াও সম্পূর্ণ অনুষ্ঠানকে প্রাণবন্ত অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের মধ্যে অন্যতম জনাব মো: সাজ্জাদ, জনাব আমির হোসেন, জনাব আবু তালেব, জনাব মোহাম্মদ নোমান, জনাব মোঃ রাসেলসহ। মোহাম্মদ নোমানের শ্রুতিমধুর কোরান তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশেষ অতিথী ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির, ইঞ্জিনিয়ার মহব্বত হোসেন বাচ্চু, ডা: রাশেদ, সদস্য সচিব ও যুগ্ম আহবায়ক।
দ্বিতীয় পর্বে ছিল খেলাধুলার আয়োজন, এত পর্য়ায়ক্রমে অনুষ্ঠিত হয় ফুটবল, সাঁতার, রশি টানাটানি সহ বিভিন্ন রকম খেলাধুলা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সনদ বিতরণ করেন প্রধান অতিথী, বিশেষ অতিথী ও সভাপতি।
অনুষ্ঠানের সভাপতি ও বৃহত্তর নোয়াখালী পরিষদ-বাহরাইন-এর আহবায়ক আবুল কালাম আজাদ সমাপনী বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তী ঘোষণা করেন এবং সকল অতিথীদেরকে রাত্রিকালীন ভোজনের জন্য আমন্ত্রণ জানান ।
শেষ পর্বে ছিল মুখরোচক বাঙালি খাবারের আয়োজন। পরিশেষে মুসলিম বিশ্বের সকল মুসলমানদের জন্য দোয়া ও মোনাজাতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।